ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে অস্ত্রসহ ধরে দুই যুবককে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার দুপুরে লেলাং ও খিরাম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা গোপালঘাট ও গামরীতলার সীমানার মোল্লার মসজিদ নামক এলাকা থেকে স্থানীয়রা তাদের ধরে পুলিশে সোপর্দ করে। দুই যুবকের নাম মোহাম্মদ তারেক ও নাছির উদ্দিন।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, স্থানীয়রা দুই যুবককে পুলিশের হাতে সোপর্দ করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।