ফজলে করিম এমপির সাথে মাদ্রাসা পর্ষদের মতবিনিময়

38

রাউজান উপজেলার মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদরাসা এমপিওভুক্ত হওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিমউদ্দিন হিরুর নেতৃত্বে মাদরাসা পরিচালনা পর্ষদের বর্তমান ও প্রাক্তন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গত শুক্রবার সন্ধ্যায় সাংসদের নগরীর পাথরঘাটাস্থ বাসভবনে এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সাথে দেখা করে তাঁকে ফুলেল অভিনন্দন জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক এম,এ,বকর, মোহাম্মদ আলী এম,কম, মুক্তিযোদ্ধা শফিকুল আনোয়ার, প্রাক্তন ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, সাংবাদিক খোরশেদুল আলম শামীম, মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মুসলেহ্উদ্দিন মুহম্মদ বদরুল, সদস্য নিজামউদ্দিন আহমদ, আবদুল সালাম, মাদরাসার সুপার মওলানা আবু আহমদ, সারজু মোহাম্মদ নাসের, মোজাম্মেল হক, জিল্লুর রহমান মাসুদ, এনামুল হক এনাম, শাহিলউদ্দিন, শিক্ষক মওলানা নুরুল আজিম হেলালী, মওলানা নুরুল আলম জেহাদী, মওলানা শফিউল আলম, মোরশেদ হোসাইন, নাসিরুদ্দিন, আবু বকর, মোহাম্মদ লিটন, খোরশেদ, জামাল প্রমুখ। বিজ্ঞপ্তি