নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-৬ আসনের সাবেক সাংসদ এবিএম ফজলে করিমের জুনুর একান্ত সহযোগী রাউজান বিনাজুরী ৬নং ওয়ার্ড আওয়ামী ওলামা লীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল ফারুককে নগরীর অক্সিজেন থেকে গ্রেপ্তার করা হয়। বিগত কয়েকবছর যাবত সে এলাকায় ফজলে করিমের সাথে থেকে চাঁদাবাজি, জায়গা দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। গণ অভ্যুত্থানের মুখে বিগত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর সে এলাকা ত্যাগ করে চট্টগ্রাম নগরীতে অবস্থান করে। রাউজানের কালো জামালের আশ্রয়ে থেকে চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছিলো। উল্লেখ্য, কালা জামাল ও ফজলে করিমের কুকর্মের সহযোগী। ৫ আগস্টের পট পরিবর্তনের পরে সে নিজেকে ভিন্ন একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে বলে বেড়াচ্ছে। চট্টগ্রাম শহরের অক্সিজেন এলাকায় থেকে বিভিন্ন সন্ত্রাসীদের সাথে আঁতাত করে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে আবদুল্লাহ আল ফারুক। তারই প্রেক্ষিতে কিছুদিন পূর্বে বায়েজিদ থানায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। বায়েজিদ থানার মামলা নং ৩৭(১০)২৪। তার নিজ এলাকা রাউজানেও তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। বায়েজিদ থানায় দায়েরকৃত মামলায় গত বুধবার রাতে তাকে অক্সিজেন মোড় থেকে ভুক্তভোগী জনতা আটক করে থানায় সোপর্দ করে। আদালত উক্ত আসামিকে রাউজান থানার মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় মূলে শোন এরেস্ট দেখিয়ে গতকাল তাকে কারাগারে প্রেরণ করেন।