ফজলে করিমের দুই ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

3

নিজস্ব প্রতিবেদক

রাউজানের আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার মহানগর সিনিয়র স্পেশাল জজ নুরুল ইসলাম এ আদেশ দিয়েছেন।
আদালতে নিযুক্ত দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানিয়েছেন, দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আজিজুল হক গত ১২ মার্চ সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর দুই ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। রবিবার শুনানি শেষে আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেন।
কারাগারে আটক সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ছেলেদের বিরুদ্ধে দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে জলবায়ু ও পরিবেশ খাতের অর্থ লুটপাট, টেন্ডার বাণিজ্য, শিপ ব্রেকিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণপূর্বক কমিশন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। এছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আছে। ফজলে করিমের নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহিভর্‚ত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান আছে। এ অবস্থায় তার দুই সন্তান ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরী বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানতে পেরে দুদক আদালতের দ্বারস্থ হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালানোর পথে ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে তিনি কারাগারে আছেন।