রাউজান প্রতিনিধি
রাউজানে মরহুম ফজলুল কাদের চৌধুরী ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি স্মরণে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার রাতে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় গশ্চি বার আউলিয়া ফুটবল একাদশ ২-০ গোলে ফটিকছড়ি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদার। বাগোয়ান ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুর শুক্কুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিক উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, বড় মিয়া সও, বেলাল, মোরশেদ, সাহেদ, আসিফ, ইমন, রিয়াদ, শাকিল, আশরাফুল, সাকিব, আরিফ, মুন্না, রহিম, রাহাত, আরাফাত প্রমুখ।