প্লে অফের লড়াইয়ে চার দল

2

চট্টগ্রাম পর্ব শেষ করে বিপিএল ফিরে এসেছে রাজধানী ঢাকায়। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে রংপুর রাইডার্স। সবার আগে তারা প্লে অফ নিশ্চিত করেছে। বাকিদের মধ্যে ফরচুন বরিশালের প্লে অফ অনেকটাই নিশ্চিত। তবে কাগজে-কলমে কিছু হিসাব এখনও বাকি! সবমিলিয়ে প্লে অফের দৌঁড় থেকে সিলেট স্ট্রাইকার্স কেবল বাদ পড়ে গেছে। বাকিদের সবারই কম বেশি সুযোগ রয়েছে। রংপুর ছাড়া বাকি তিন জায়গার লড়াইয়ে বরিশালের সঙ্গে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর সুযোগ আছে। খবর বাংলা ট্রিবিউনের
চট্টগ্রাম পর্ব শেষে শুরু হয়েছে প্লে অফের হিসাব-নিকাশ। সর্বোচ্চ ১০টি করে ম্যাচ খেলেছে দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটালস। দল দুটির অবস্থান পঞ্চম ও ষষ্ঠ। মাত্র তিন জয় পাওয়া ঢাকার প্লে অফের দৌড় শেষ বলাই চলে। তারপরও তাদের উপরের দলগুলো সব ম্যাচ হারলেই কেবল সম্ভব প্লে অফের টিকিট টাকা। এদিকে চার জয় নিয়ে এখনও স্বপ্ন দেখতে পারে রাজশাহী। তা নির্ভর করছে যদি-কিন্তুর ওপর।
৯ ম্যাচে সর্বোচ্চ ৮ জয়ে প্লে অফ নিশ্চিত রংপুরের। তাদের লড়াই এখন শীর্ষ দুইয়ে থাকার। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দৌড়ে এগিয়ে আছে বরিশাল। এক ম্যাচ জিতলেই নিশ্চিত হবে প্লে অফ। এরপর হিসাব আসবে কোয়ালিফায়ার নাকি এলিমেনেটর।
৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চিটাগং কিংস। দুই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে প্লে অফ। এক ম্যাচ জিতলেও সম্ভাবনা থাকবে, তবে নির্ভর করবে রান রেটের ওপর। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দোলাচলে আছে খুলনা টাইগার্স। শেষ তিন ম্যাচের তিনটিতেই জিতলে নিশ্চিত প্লে অফ। এর কম জিতলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। সিলেট তো ছিটকে গেছে চট্টগ্রামে থাকতেই।