আগের আসরগুলোতে ড্রাফটের বাইরের ক্রিকেটারদের বেশি দাম দিয়ে নিয়ে আসতো ফ্র্যাঞ্চাইজিরা। এবার যেহেতু ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে বিসিবি নিজস্ব তত্ত¡াবধানে বঙ্গবন্ধুর নামে করতে যাচ্ছে বিপিএল, সেহেতু ভালো মানের বিদেশি ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা ক্ষীণই বলা চলে। তবে ড্রাফটে আগের মতোই বেশ কিছু বিদেশি আছেন, যাদের আগের আসরেও ড্রাফট থেকেই দলে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৩৯৩ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি নাজমুলই নিশ্চিত করেছেন বিষয়টি, ‘৩৯৩ ক্রিকেটার বিপিএলে তালিকাভুক্ত হয়েছে। সাধারণত এর আগে যে সব ক্রিকেটারকে বিপিএলে দেখা গেছে, সবাই আছে এই তালিকায়। আমাদের জন্য অন্তত ভালো একটি খবর।’
আমাদের কাছে মনে হয়েছে ১২ নভেম্বর প্লেয়ার ড্রাফটের জন্য ঠিক আছে। তার আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটাও শেষ হয়ে যাবে। বিপিএলে কোচ হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহী ৩৮ বিদেশির আবেদন পেয়েছে বিসিবি। আগামী দুই দিনের মধ্যে কোচিং স্টাফের বিষয় ঠিক হয়ে যাওয়ার কথাও শুনিয়েছেন নাজমুল।