স্পোর্টস ডেস্ক
রাওয়ালপিন্ডিতে ৮ উইকেটের দাপুটে জয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ ড্র করল দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজ ও সাইমন হার্মারের স্পিনেই মূলত সফরকারীদের এই জয় নিশ্চিত হয়। মহারাজ ম্যাচে ১৩৬ রানে ৯ উইকেট এবং হারমার ১২৫ রানে ৮ উইকেট শিকার করেন। ৬৮ রানের সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে মার্করাম শুরু থেকেই নোমান আলি, সাজিদ খান ও আসিফ আফ্রিদির স্পিন ত্রয়ীকে সুইপ এবং রিভার্স সুইপ খেলে বাউন্ডারিতে পাঠাতে থাকেন। জয়ের জন্য মাত্র চার রান বাকি থাকতে, মার্করাম (৪২) সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন। এরপর ট্রিস্টান স্টাবস স্লিপে ক্যাচ দেন। মার্করামকে ভালো সঙ্গ দেওয়া রিকেলটন (২৫*) শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন এবং ছয় মেরে স্টাইলিশভাবে খেলা শেষ করেন।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৩৩৩ ও ১৩৮ (বাবর আজম ৫০, সালমান আগা ২৮; সাইমন হার্মার ৬-৫০, কেশব মহারাজ ২-৩৪) দক্ষিণ আফ্রিকা ৪০৪ ও ৭৩/২ (এইডেন মার্করাম ৪২, রায়ান রিকেলটন ২৫*; নোমান আলি ২-৪০) ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী।











