জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে তাঁর স্মৃতিতর্পণ ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ, চট্টগ্রাম এর নির্বাহী ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. অনুপম সেন, বিশেষ অতিথি থাকবেন সাংবাদিক আবুল মোমেন, লেখক ফেরদৌস আরা আলীম, সাংবাদিক রাশেদ রউফ।
স্বাগত ভাষণ দেবেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদ, চট্টগ্রামের সদস্য সচিব নাসিরুদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তি