প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত, প্রেসিডেন্সি মিডল স্কুল প্লে গ্রাউন্ডে আগামীকাল ২০শে ফেব্রæয়ারি উদ্বোধন হতে যাচ্ছে প্রেসিডেন্সি স্পোর্টস কার্নিভাল -২০২৫। এতে চট্টগ্রামের স্বনামধন্য ১৩টি স্কুল যথা: চিটাগাং গ্রামার স্কুল(এন.সি), চিটাগাং গ্রামার স্কুল(বি.সি), রেডিয়েন্ট স্কুল এন্ড কলেজ, সানশাইন গ্রামার স্কুল এন্ড কলেজ, আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, উইলিয়াম কেরি একাডেমি, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, লিটল জুয়েলস স্কুল এবং বাংলাদেশ এলিমেন্টারি স্কুল অংশগ্রহণ করতে যাচ্ছে। উক্ত কার্নিভালে ছেলে ও মেয়েদের ২টি গ্রুপে মোট ৫টি ইভেন্ট অনুষ্ঠিত হবে; যথাক্রমে বাস্কেটবল, ফুটসাল, দাবা, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস। ২০-২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান ৪ দিন ব্যাপী এই কার্নিভালে বাস্কেটবলে -১২০ জন, ফুটসালে -১৭০ জন, টেবিল টেনিসে -৪৪ জন, ব্যাডমিন্টনে -৬৪ জন এবং দাবায় -৬৬ জনসহ সর্বমোট -৪৬৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে।এই আয়োজনের ভেন্যু নির্ধারণ করা হয়েছে প্রেসিডেন্সি সিনিয়র স্কুল, মিডল স্কুল এবং প্রেসিডেন্সি স্পোর্টস জোন।