চট্টগ্রামের খ্যাতনামা ইংরেজি মাধ্যম স্কুল প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের মাসব্যাপী চলমান শিক্ষক-শিক্ষিকা এবং অফিসার-স্টাফদের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয় গতকাল (৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার)। ইংরেজি বিভাগের শিক্ষক ইনজামাম খানের সঞ্চালনায় প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি এডুকেশনের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর সিপিডি নন্দন মিত্র, মিডল স্কুল উপাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, মিডল স্কুল চীফ কো-অর্ডিনেটর মোহাম্মদ সাখাওয়াত হোছাইন, স্পোর্টস বিভাগের প্রধান আব্দুল করিম, ইসিএ কোÑঅরডিনেটর সাখাওয়াত হোসেন রিগান ও অনুষ্ঠানের আহŸায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকামন্ডলী।