প্রেসিডেন্সি স্কুলে ব্যাডমিন্টন, ফুটবল ও বাস্কেটবল টুর্নামেন্ট’র পুরস্কার বিতরণ

1

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ও মিডল স্কুলে মাসব্যাপী আন্তঃহাউস ব্যাডমিন্টন, ফুটবল ও বাস্কেটবল টুর্নামেন্ট ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এই প্রতিযোগিতায় তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চারটি গ্রুপে মোট ৩০৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ইংরেজি বিভাগের শিক্ষক মো. মহিউদ্দিন এর সঞ্চালনায় সিনিয়র স্কুলের উপাধ্যক্ষ ই.ইউ.এম. ইনতেখাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিডল স্কুলের উপাধ্যক্ষ জনাব মুহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র স্কুলের চিফ কো-অর্ডিনেটর মুহাম্মদ তৌফিক হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল করিম, টুর্নামেন্ট এর আহব্বায়ক মো. গিয়াস উদ্দিন, বাবলী আসাম, অন্বেষা চাকমা, মোহাম্মদ রাসেল, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।