প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে স্পেলিং বি কম্পেটিশন

1

নগরীর পাঁচলাইশস্থ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে মাসব্যাপী ৩য় শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ৬ শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে আন্তঃক্লাস ‘স্পেলিং বি কম্পেটিশন-২০২৫’ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সারওয়ার মোরশেদ। উক্ত প্রতিযোগিতার সিলেকশন রাউন্ডে অংশগ্রহণকারী প্রায় সাড়ে ৬ শতাধিক শিক্ষার্থীর মধ্য হতে ক্লাসভিত্তিক ৫৯ জন শিক্ষার্থী সেমি-ফাইনালের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত ৫৯ জন প্রতিযোগীর মধ্য থেকে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায় ২৫ জন প্রতিযোগী। ফাইনাল রাউন্ডে ক্লাসভিত্তিক চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে ৩য় শ্রেণির শিক্ষার্থী জাবির আহমেদ চৌধুরী এবং আনাইযা ওয়াসিমাত, ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আলভিনা যাহিন এবং নাসিফ ইসমাম ওয়াফি, ৫ম শ্রেণির শিক্ষার্থী তারায নুর ইবরা এবং আয়ানা হাসান, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা জামান এবং নওশিন তারান্নুম আহমেদ। ৭ম শ্রেণির আব্দুল্লাহ আল মুস্তাকিম এবং হোসাইন মো. সামি ও জুনাইরা নুর। প্রধান অতিথি প্রেসিডেন্সির চমকপ্রদ আয়োজনের ভূয়সী প্রশংসা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- ইংরেজি বানানতত্ত¡ যেন দুর্গম পথের ন্যায় কষ্টসাধ্য, আর এ দুর্গম পথ যারা অতিক্রম করতে পারবে তারাই কেবল শব্দ নিয়ে খেলার স্বাদ পাবে। ভাষাবিজ্ঞানে শব্দের বানান ভুল হলে বাক্যের অর্থ ও ভাবের পরবির্তন ঘটে। শব্দের ভুল বানান অনেক ক্ষেত্রে বিপদেরও কারণ হয়ে থাকে। তাই শিক্ষার্থীদের নতুন নতুন শব্দ শেখার পাশাপাশি শব্দের বানানের প্রতি যতœশীল হওয়ার আহŸান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষবৃন্দ, ডিরেক্টর সিপিডি, ডিরেক্টর আরসিডি ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি