প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক বাংলা বিতর্ক প্রতিযোগিতার সমাপনী

1

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক বাংলা বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব গত সোমবার অনুষ্ঠিত হয়। সংসদীয় পদ্ধতিতে আয়োজিত চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতায় প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘বিতর্ক একটি অনন্য শিল্প, এটি ভবিষ্যত নেতৃত্ব সৃষ্টি করে। আজকের বিতার্কিকরাই আগামীতে জাতীয় পর্যায়ে দেশকে নেতৃত্ব দেবে।’ ইংরেজি মাধ্যম স্কুল হওয়া সত্তে¡ও বাংলা বিতর্কে দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার অর্জন করায় তিনি প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ভূয়সী প্রশংসা করেন। বিজ্ঞপ্তি