আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আজ যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে তাদের প্রথম ও সম্ভাব্য একমাত্র বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন। এই বিতর্কটি ২০২৪ সালের নির্বাচনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কটি রাত ৯টায় (জিএমটি সময় বুধবার ১টা, বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা) শুরু হবে। ৫ নভেম্বরের নির্বাচনের ঠিক আট সপ্তাহ আগে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিতর্কের আগে উভয় প্রার্থীই জরিপে প্রায় কাছাকাছি অবস্থান করছেন। নির্বাচনের ফলাফল এখনও যেকোনও দিকেই যেতে পারে। বিতর্কের কিছুদিন পরই কয়েকটি রাজ্যে আগাম ভোট শুরু হবে।
এই বিতর্কটি হ্যারিসের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ জরিপে দেখা গেছে যে, অনেক ভোটার এখনও তার সম্পর্কে যথেষ্ট জানেন না, যেখানে ট্রাম্পের পরিচিতি অনেক বেশি। এটি হ্যারিসের জন্য একটি সুযোগ হতে পারে, যেখানে তিনি ট্রাম্পের বিরুদ্ধে নিজের বক্তব্য উপস্থাপন করতে পারবেন। ট্রাম্পের ফৌজদারি অপরাধ, ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটলে হামলায় সমর্থকদের সমর্থন এবং বারবার মিথ্যাচার নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প ও তার মিত্ররা হ্যারিসকে লক্ষ্য করে বর্ণবাদী ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করেছেন, যা বিতর্কের মঞ্চে প্রতিধ্বনিত হতে পারে। এমন একটি আচরণ অনিশ্চিত ভোটারদের বিরক্ত করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ট্রাম্পের উপদেষ্টারা তাকে অবৈধ অভিবাসন ও উচ্চ মূল্যের বিষয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন, যেগুলো ভোটারদের মধ্যে ভালো প্রভাব ফেলতে পারে এবং হ্যারিসকে দেশের জন্য অত্যন্ত উদারপন্থি হিসেবে চিত্রিত করার চেষ্টা করতে বলেছেন। ৯০ মিনিটের বিতর্কটি ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত হবে। বিতর্কের সময় কোনও সরাসরি দর্শক থাকবেন না এবং এক প্রার্থীর বক্তব্যের সময় অন্য প্রার্থীর মাইক্রোফোন বন্ধ থাকবে। হ্যারিস গত বৃহস্পতিবার থেকে পিটসবার্গে বিতর্কের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, ট্রাম্প ব্যক্তিগত আলোচনার মাধ্যমে নিজের প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্পের শিবির থেকে জানানো হয়েছে, তিনি হ্যারিসের সঙ্গে প্রতিযোগিতায় নামবেন ঠিক যেভাবে তিনি অন্য প্রতিদ্ব›দ্বীদের বিতর্ক করেন।