প্রেম নিয়ে মুখ খুললেন সাইফ কন্যা সারা

42

বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা খান দম্পতির কন্যা সারা আলী খান এখন বলিউডের নায়িকা। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কেদারনাথ’। গত বছরের ৭ ডিসেম্বর এতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন তিনি। গত বছরের ২৮ ডিসেম্বর মুক্তি পায় সারা অভিনীত ‘সিম্বা’ ছবিটি। সিনেমা দিয়ে যখন বার বার আলোচনার শিরোনামে আসছেন তখন ভীন্ন বিষয় নিয়ে সামনে এলেন সারা। নিজের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি।
বলিউডে অভিষেকের আগে থেকেই নাকি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো সারার।
বছর তিনেক আগে অন্তর্জালে ছড়িয়ে পড়েছিলো সারা আলী খান ও বীর পাহাড়িয়ার ছবি। তখনই তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। শুধু তাই নয়, তারা আংটি বদল করেছেন বলেও শোনা যায়। এর বছর খানেক পর তাদের সম্পর্ক নেই বলেও খবর ছড়ায়। এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সারা আলী খান। এ সময় জানিয়েছেন, এখন তিনি সিঙ্গেল আছেন। শুধু তাই নয়, প্রথমবারের মতো অতীতের প্রেমের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন সারা। তিনি জানিয়েছেন, সাবেক ইউনিয়ন মিনিস্টার সুশীল কুমার সিন্ধের নাতি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করতেন তিনি।
সারা আলী খান বলেন, ‘একমাত্র তার (বীর পাহাড়িয়া) সঙ্গেই প্রেম করেছি। এছাড়া আমার জীবনে আর কোনো বয়ফ্রেন্ড ছিল না।’ বীর পাহাড়িয়া তার হৃদয় ভেঙেছেন কিনা জানতে চাইলে সারা আলী খান বলেন, ‘এমনটা ঘটেনি। আর আমার হৃদয়ও ভাঙেনি। সত্যি বলছি, সব ঠিকঠাক আছে।’