প্রেমাশীষ মুৎসুর্দ্দীর ধন-সম্পদ গড়ার কোনো লোভ ছিলো না

4

 

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা প্রেমাশীষ মুৎসুর্দ্দী ছোটনের স্মরণ সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রেমাশীষ মুৎসুর্দ্দী ছোটন রাজনৈতিক জীবনে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য কিছুই করেনি। তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন হতে পারতেন কোটি কোটি টাকার মালিক। ধন সম্পদ গড়ার জন্য তার কোন লোভ ছিল না। শুধু একটু অভিমানী ছিল তার সাথে কারো মিল না হলে তার সঙ্গ ত্যাগ করতেন। গত ৬ এপ্রিল নগরীর সিনেমা প্যালেসস্থ ইসলামিয়া সিটি কনভেশন হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তৃণমূল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারপার্সন দিপক কুমার পালিতের সভাপতিত্বে স্মরণ উদযাপন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব লেখক ও গবেষক কামাল উদ্দীন, মিঠুল দাসগুপ্ত, জাতীয় কবিতা মঞ্চের বিভাগীয় সভাপতি কবি এম এ হাশেম আকাশ, নাট্যকার রতন চক্রবর্ত্তী, ব্যাংকার সুব্রত বড়ুয়া, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ ওমর ফারুক, যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম, যুবলীগ নেতা অজিত বিশ্বাস, সংগীত শিল্পী ছৈয়দ হোসেন শাহ, গীতিকার ও সুরকার দিলীপ ভারতী, সংগীত শিল্পী শিলা চৌধুরী, সংগীত শিল্পী চন্দনা চক্রবর্ত্তী, জুয়েল দ্বীপ, এ.কে এম ওসমান গনি ও মোহাম্মদ ফোরকান, শ্যামল দাশ, অর্পণা সেন, সুপর্ণা মুৎসুর্দ্দী শুক্লা, উর্মি বড়ুয়া, মোহাম্মদ আরিফ, সূর্য মুৎসূর্দ্দী কিংসুক প্রমুখ। বিজ্ঞপ্তি