প্রীতি ম্যাচে এনআরবি গ্লোবাল ব্যাংক ক্রিকেট একাদশ জয়ী

56

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কর্তফুলী ক্রীড়া পরিষদ মাঠে পোমরা ক্রিকেট অ্যাকাডেমি (পিসিএ) ও এনআরবি গ্লোবাল ব্যাংক ক্রিকেট একাদশের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ শনিবার (১৫ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পোমরা ক্রিকেট অ্যাকাডেমি নির্দিষ্ট ২০ ওভার খেলে ১৯৫ রানের টার্গেট দেয়। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেন এনআরবি গ্লোবাল ব্যাংক ক্রিকেট একাদশ। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড আতুরার ডিপো শাখার এভিপি ও ব্যাবস্থাপক সৈয়দ আসাদ মাহমুদ, ইছাপুর ব্যাঞ্চ ব্যাবস্থাপক মো. আলী আরশাদ, আগ্রাবাদ শাখার কর্মকর্তা আনোয়ার হোসাইন, মো. আজিজুল হক, শাহাদাত হোসেন, মিজানুর রহমান, রাশেদুল আলম, সাইফ হাসনাত অভি, সৈয়দ শরীফ হোসাইন, রিয়াজ উদ্দিন ইউসুফ, মহিউদ্দিন নিজামী, ইরফানুল ইসলাম, মো. হাসান, মিশকাতুল ইরফান, পিসিএ ক্রিকেট অ্যাকাডেমি পরিচালক গোলাপুর রহমান, শেখ রাহাত হোসেন, নাজমুর নাহিদ, নাছির উদ্দিন, আশু দাশ প্রমুখ।