চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। প্রীতিলতার জীবন সংগ্রামকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি প্রীতিলতা ট্রাস্টের সেবা ও উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি ১১ মে দুপুরে পটিয়ার ধলঘাটস্থ বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট পরিদর্শনকালে এসব কথা বলেন।
এর আগে তিনি বীরকন্যা প্রীতিলতার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্ত্তী ডা. রাজীব রঞ্জনকে ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নূূর, ট্রাস্টি বডির উপদেষ্টামÐলীর সদস্য ড. গুরুপদ চক্রবর্তী, ট্রাস্টি বডির সদস্য মোহাম্মদ আলী, আজীবন সদস্য সাংবাদিক আবদুর রাজ্জাক ও রূপক চক্রবর্তী, ট্রাস্টি অরুন বিকাশ চৌধুরী, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে প্রমুখ। বিজ্ঞপ্তি