প্রিয় আবদুর রহিম! আপনাদের বলছি

6

মোহাম্মদ ইব্রাহিম

গত ৩ আগস্ট পূর্বদেশ পত্রিকার সম্পাদকীয় পাতায় এদেশের ছাত্র যুব সমাজের উদ্দেশে আপনি যে কায়দায় উপদেশের অমৃতবানী বর্ষণ করেছেন, তাতে মনে হয়েছে আপনি ‘সততা’ এবং ‘উপদেশ’ এর ষোল এজেন্ট। আপনার এই লেখাটিতে এ দেশের ছাত্র যুব সমাজের প্রতি আপনার মনের লালিত ধারনার যে প্রকাশ ঘটেছে, তার মাধ্যমে আপনি এদেশের ছাত্র-যুব সমাজকে ও অভিভাবকদেরকে চরমভাবে অপমানিত করেছেন। আপনি আপনার ‘প্রিয় প্রজন্ম! আপনাকে বলছি’ শিরোনামের এই লেখাটিতে এ দেশের ছাত্র-যুবকদের স্নাতক-স্নাতকোত্তর এবং বিসিএস পর্যন্ত লেখাপড়া করতে যত খরচ হয়েছে তা তুলতে কর্মজীবনে অসদুপায়ে লক্ষ লক্ষ টাকা কামানোর কথা বলেছেন। রহিম সাহেব, এভাবে টাকা কামানোর বিষয়টিতো একচেটিয়া আপনার দলের সোনার ছেলেদের এখতিয়ারে, যাদেরকে সরকারি চাকরীতে ঢোকাবার পথ সুগম রাখার জন্য আপনারা ৫৬% চাকরী রিজার্ভ রেখে দিয়েছেন। সরকারি চাকরীর সিংহ ভাগ আপনাদের দলীয় আওয়ামী সোনার ছেলেদের দিয়ে এত বছর পূরণ করে এসেছেন। সারা বাংলাদেশের জন্য ৪৪% আর শুধু আপনাদের দলীয় ছেলেমেয়েদের জন্য ৫৬%ভাগ। কি সুন্দর, আর কি ন্যায্য পিঠা ভাগ! আপনি জানেন যে, আমি যদি আলবদর, আলশামস রাজাকার যা-ই হই-না কেন, যদি আমি আওয়ামী লীগ করি তাহলে আমি মুক্তিযোদ্ধায় রূপান্তরিত হব। আপনার দল আওয়ামী লীগ হচ্ছে একটা ‘মুক্তিযোদ্ধা ম্যানুফ্যাকচারিং মেশিন’। এই মেশিনে আমি রাজাকার যদি একবার প্রবেশ করি তবে আমি মুক্তিযোদ্ধায় পরিণত হব। এদেশ স্বাধীন করার সোল এজেন্সি নিয়ে আপনারা বসে আছেন। এদেশের স্বাধীনতা যুদ্ধে শুধু আওয়ামী লীগ নয়, এদেশের আপামর জনতার অংশগ্রহণ ছিল। গত ১৫ বছরে আপনার দলীয় নেতা কর্মীরা দেশের সম্পদ আর ব্যাংক লুট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আপনার নেত্রী এদেশটাকে এতদিন মনে করে এসেছে যে এদেশ তার পৈত্রিক জমিদারী আর এদেশের মানুষকে মনে করত তার প্রজা। আপনার নেত্রী চাকরী কোটা সংস্কার আন্দোলন দমনে প্রায় পাঁচ শতাধিক মানুষকে হত্যা করে খুনীর খাতায় নাম লিখিয়েছে। হিংসা, দম্ভ, অহংকার, প্রতিহিংসা, নির্মমতা, দুর্নীতি, পরমত অসহিষ্ণুতা, দলীয় নেতা-কর্মীদের অবাধে ব্যাংক লুটের সুযোগ দানের জন্য ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে নেড়ি সারমেয় মত দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। আপনি ছাত্র যুব সমাজকে বিবেক দ্বারা তাড়িত হওয়ার উপদেশ নসিহত করেছেন। আমি আপনাদের বলি, আল্লাহর কাছে তওবা করে আওয়ামী লীগ করার জন্য গুনাহ্ মাফ চান। আপনি আবেগ দ্বারা তাড়িত না হয়ে বিবেক দ্বারা তাড়িত হোন। বুদ্ধিমান হোন, ঠিক কাজটি করুন। এদেশ সব শ্রেনী-পেশা, সব দল-মত, সব জাতি-ধর্মের অনুসারী মানুষের দেশ, তবে দেশের মানুষের মধ্যে আপনাদের মত যারা অহেতুক বিভেদ সৃষ্টি করে অশান্তি জিইয়ে রাখে তাদের মত বদখাসলতের মানুষের জন্য এদেশ নয়। এখনো সময় আছে, অতীত ভুলে শুদ্ধ হোন।
লেখক: ছাত্র