চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫-এ রোবোসকার প্রতিযোগিতায় প্রিমিয়ার ইউনিভার্সিটির রোবটিক্স ক্লাবের টিম ‘অ্যাকচুয়েটর’ চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রতিযোগিতায় ১৬টি ইউনিভার্সিটি অংশগ্রহণ করে। টিম ‘অ্যাকচুয়েটর’ এর প্রতিনিধি ছিলেন তড়িৎ প্রকৌশল বিভাগের ছাত্র মোহাম্মদ সাদেকুর রহমান (সাদি), সৈকত ভট্টাচার্য ও অনিক দত্ত। প্রযুক্তি উদ্ভাবনের পথে এটি আরেকটি গৌরবময় অর্জন। এই অর্জনে টিম ‘অ্যাকচুয়েটর’ ও প্রিমিয়ার ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাব উচ্ছ¡সিত হয়েছে। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫-এ প্রিমিয়ার ইউনিভার্সিটির রোবটিক্স ক্লাবের টিম ‘অ্যাকচুয়েটর’–এর চ্যাম্পিয়ন হওয়া প্রমাণ করে এই ইউনিভার্সিটি সাফল্যের পথে ক্রমশ এগিয়ে চলেছে। আমি টিম ‘অ্যাকচুয়েটর’-এর প্রতিনিধিদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। বিজ্ঞপ্তি