প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ৪৬তম ব্যাচের ‘লাইব্রেরি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা’ ২২ জুন ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম। প্রক্টর মো. সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সাদাত জামান খান, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ) এর এডভাইজার সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিম ও ৪৬তম ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক শান্তনু দাশ। কর্মশালা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মো. কাউছার আলম। স্বাগত বক্তা ছিলেন ডেপুটি লাইব্রেরিয়ান মোহাম্মদ আলী।
কর্মশালা পরিচালনাকালে গ্রন্থাগারিক মো. কাউছার আলম লাইব্রেরি ব্যবহারের পদ্ধতি, তথ্য অনুসন্ধান কৌশল, ডিজিটাল রিসোর্স এবং গবেষণাভিত্তিক কার্যক্রমে গ্রন্থাগারের কার্যকরী ভ‚মিকা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। প্রধান অতিথি ড. মোহীত উল আলম তাঁর বক্তব্যে বলেন, লাইব্রেরি বই পড়ার উত্তম জায়গা, এটি জ্ঞানচর্চা, গবেষণা এবং মানসিক উৎকর্ষ সাধনের নির্ভরযোগ্য স্থান। চাকরির আন্তর্জাতিক মার্কেটে একজন প্রতিযোগী হিসেবে শিক্ষার্থীদের তৈরি হতে হলে লাইব্রেরি ব্যবহারের প্রয়োজনীতা অপরিহার্য। ড. আবদুর রহিম তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নানান সমস্যা-সমাধান ও সুযোগসুবিধা বিষয়ে ছাত্রকল্যাণ বিভাগ সর্বদা কাজ করে যাচ্ছে বলে জানান। প্রক্টর মো. সোলাইমান চৌধুরী স্লাইড শো’র মাধ্যমে বিশ্বদ্যিালয়ে শিক্ষার্থীদের জন্য পালনীয় বিধিমালা বিষয়ে বিস্তারিত অবহিত করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার কামরুল ইসলাম, সহকারী অফিসার গাজী আহসান আলী ও রানা দে প্রমুখ। বিজ্ঞপ্তি