প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলোয়াড়দের শতভাগ পাওনা পরিশোধের অনন্য নজির

6

ক্রীড়া প্রতিবেদক

প্রায়ই দেখা যায়, লিগ শেষ হয়ে ঘেছে কিন্তু খেলোয়াড়দের পাওনা পরিশোধ হয় নাই। এ নিয়ে অনেক মামলা-মোকাদ্দমা পর্যন্ত হয়েছে। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ক্রিকেট কমিটি। তারা লিগ চলঅকালীনই ৯০% পাওনা পরিশোধ করে লিগ শেষ হওয়ার সাথে সাথেই শতভাগ পাওনা পরিশোধের অনন্য নজির স্থাপন করেছে।
এরপর গত ৯ জুন রাতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ক্রিকেট কমিটির কর্মকতাদের সাথে খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময় ও মত বিনিময় সভঅ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম ক্লাবে। মুক্তিযোদ্ধা ক্রিকেট কমিটির চেয়ারম্যান, পিএইচ পি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ হিরোর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রাণবন্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের কার্যকরী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম, মো: মসিউর রহমান চৌধুরী, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি , কো- চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসীর , ক্রিকেট কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান , ম্যানেজার ইমতিয়াজ চৌধুরী রকি, সহ সম্পাদক এহসানুল হক চৌধুরী ইমাদ , ট্রেজারার চৌধুরী মাহতাব উদ্দিন হুমায়ুন, পরিচালক মো সাদ্দাম হোসেন , আবদুল্লাহ জে অনিক , কাজী মফিজুর রহমান রাশেদ , ড.মোহাম্মদ ওমর ফারুক রাসেল, ইন্জিনিয়ার মনোয়ার হোসেন , জাবেদ সিদ্দিকী সানভী, সৌমেন দত্ত রনি , তৌফিক ফরহাদ নুর , কাজী জয়নাল, প্রধান সমন্বয়কারি জুনায়েদ রহমান তানিন , মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিচ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জেলার সদস্য সচিব মো: কামরুল হুদা পাভেলসহ কোচ, খেলোয়াড় উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই আগামীতে আরো ভাল ফলাফলের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।