প্রিমিয়ার ইউনিভার্সিটি আইন বিভাগে উইনটার ফেস্ট

1

প্রিমিয়ার ইউনিভার্সিটি ল ক্লাব-এর আয়োজনে ১১ জানুয়ারি প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে উদযাপিত হয়েছে উইনটার ফেস্ট-২০২৫। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি তানজিনা আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ইইই বিভাগের সভাপতি টুটন চন্দ্র মল্লিক এবং আইনবিভাগের সকল শিক্ষকবৃন্দ। পিঠা উৎসব, চিত্রাংকন প্রদর্শন এবং মনোরম সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবটি উদযাপিত হয়। রেজিস্ট্রার মহোদয়ের উদ্বোধনী ঘোষণার মাধ্যমে বেলা ১২টায় অনুষ্ঠান আরম্ভ হয়। পরবর্তীতে রেজিস্ট্রার আইন বিভাগের সকল শিক্ষক এবং অন্যান্য বিভাগ থেকে আগত শিক্ষকবৃন্দ আইন বিভাগের শিক্ষার্থীদের স্বহস্তে অঙ্কিত চিত্রাঙ্কন পরিদর্শন করেন ও ফিতা কেটে বিভিন্ন স্টল উদ্বোধন ও পরিদর্শন করেন। অনুষ্ঠানে মোট স্টল ছিল পনেরোটি। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অনুপ্রাণিত করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পুলা)-এর প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি