প্রাণ-আরএফএল কারখানায় আগুন

3

নরসিংদীর পলাশ উপজেলায় প্রাণ-আরএফএল গ্রুপের ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন লাগার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ডাংগা ইউনিয়নের কাজিরচর এলাকার এই পার্কে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের
পলাশ ফায়ার সার্ভিস ও পার্কের শ্রমিকরা জানায়, শুক্রবার বিকেল ৪ টার দিকে ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পিএইচ ফোম (ওয়ান টাইম) শাখায় আগুন লাগে। খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশন, নরসিংদী ও মাধবদীর সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। পরে তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭ টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে এলেও পিএইচ ফোম শাখা আগুনে পুড়ে যায়।
ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক ফজলে রাব্বির সঙ্গে তার মোবাইলফোন নম্বরে সন্ধ্যায় কল করে তিনি রিসিভ না করায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী জানান,তদন্ত সাপেক্ষে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।