প্রাণের উচ্ছ্বাসে পয়লা বৈশাখ উদযাপন

1

লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে। ১৪ এপ্রিল সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢোল-বাদ্য বাজিয়ে বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী সাজে সজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক হয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব মাঠে এসে শেষ হয়। পরে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর অনুষ্ঠান শুরু হয়। নানা আয়োজনে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, থানার ওসি আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ সাইফুল্লা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, উপজেলা নির্বাচন অফিসার শহীদুল ইসলাম, মোস্তফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছেতার উদ্দিন আহমেদ, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, মোস্তফা বেগম গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাছান প্রমুখ। -লোহাগাড়া প্রতিনিধি

চন্দনাইশ : বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, পান্তা ভাত খাওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গত ১৪ এপ্রিল বর্ষবরণ উপলক্ষে চন্দনাইশে বিভিন্ন স্থানে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।

চন্দনাইশ উপজেলা প্রশাসন : বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়কগুলো পদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অন্ষ্ঠুান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, মৎস্য কর্মকর্তা মো. তানভীর হোসেন, নির্বাচনী কর্মকর্তা মো. মোজাম্মেল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া, শিক্ষক অমল কান্তি দে, মাওলানা আবু তৈয়ব, জুসেফ ত্রিপুরা প্রমুখ।

উপজেলা বিএনপি : বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে চন্দনাইশ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দক্ষিণ জেলা বিএনপির নির্দেশে বর্ণাঢ্য গাড়ি শোভাযাত্রা ও র‌্যালি পটিয়া ইন্দ্রপুল থেকে বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন। এ সময় দলীয় ও বর্ষবরণের ফেস্টুন, ব্যানার, প্রদর্শন করা হয়। Ñ চন্দনাইশ প্রতিনিধি

দীঘিনালা : এসো হে বৈশাখ- গানের তালে তালে নববর্ষকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রার বের করা হয়েছে। খাগড়াছড়ি দীঘিনালা প্রশাসনে আয়োজনে বাংলা ১৪৩২ নতুন বছর বরণ করে নেয়া হয়েছে। ১৪ এপ্রিল সকাল সাড়ে ৮টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বও থেকে থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। এতে অংশ নেয় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া, দীঘিনালা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, প্রকৌশলী মো. ফজলুল হক, দিঘীনালা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী সভাপতি মো. হেলাল উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, নলেজ চাকমা জ্ঞান, মিনা চাকমা, গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সামাজিক সাংস্কৃতির কর্মীবৃন্দ। আনন্দ শোভাযাত্রটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরের এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির শিল্পীগোষ্ঠি, স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।-দীঘিনালা প্রতিনিধি

ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে।
১৪ এপ্রিল সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢোল-বাদ্য বাজিয়ে বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী সাজে সজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে জাহানারা বালিকা স্কুল চত্ত¡রে এসে শেষ হয়।
পরে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর অনুষ্ঠান শুরু হয়।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মছিউর রহমান, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, উপজেলা সমবায় অফিসার দিদারুল ইসলাম, যুব কল্যাণ কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া সাগর প্রমুখ। – ঈদগাঁও প্রতিনিধি
রামু সরকারি কলেজ : রামু সরকারি কলেজে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। বিপুল উৎসাহ ও স্বতঃস্ফূর্ততার ভেতর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এ আয়োজনে অংশগ্রহণ করে। তিন ধাপের অনুষ্ঠানে প্রথম ধাপে ছিল সমবেত জাতীয় সংগীত পরিবেশন ও বিশাল বর্নাঢ্য র‌্যালি। এতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন কলেজ এর সকল শিক্ষক, শিক্ষার্থী, সাবেক ছাত্র-ছাত্রী, রামুর খ্যাতিমান শিল্পী, লেখক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ। দ্বিতীয় ধাপে ছিল পান্তা ইলিশের ভোজ। এ ভোজে সর্বস্তরের আগতরা অংশ নেন। তৃতীয় ধাপে ছিল ষোল আনাই বাঙ্গালিয়ানা সমৃদ্ধ লোকজ গান, ভাটিয়ালি, লালনগীতি ও আঞ্চলিক গানের আসর। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুপ্রতীম বড়ুয়ার সার্বিক সহযোগিতা ও পৃষ্টপোষকতায় গোটা আয়োজন সুন্দর ও সুনিপণভাবে বাস্তবায়ন করেন রামু সরকারি কলেজের পহেলা বৈশাখ উদযাপন কমিটির সদস্যবৃন্দ। কমিটির সদস্যদের মধ্যে ছিলেন আহবায়ক মোবারক হোসেন ও
সদস্যবৃন্দ- দিবস বৈদ্য, মিজানুর রহমান, মানসী বড়ুয়া, ভুবন বড়ুয়া। আগত অতিথি ও শিক্ষার্থীরা জানান, রামু কলেজের ইতিহাসে এমন প্রাণপ্রাচুর্য আগে কখনো দেখা যায়নি। এমন দিন বার বার আসুক কলেজ ও শিক্ষার্থীদের জীবনে। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ইজত উল্লাহ এবং মানসী বড়ুয়া।

পদুয়া স্বেচ্ছাসেবক দল : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। ১৪ এপ্রিল বিকালে সোমবারিয়া হাট মাঠ প্রাঙ্গণে পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলামের (মহিম) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও দক্ষিণ রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সভাপতি লায়ন শওকত আলী নুর। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইলিয়াছ সিকদার।
উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল জলিল, বিএনপি নেতা আব্দুল মোনাফ,আবুল কালাম, পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য আহমদুল হক, বিএনপি নেতা ডাঃ দয়াল হরিশীল, মোহাম্মদ হাছান, পদুয়া ইউনিয়ন যুবদল নেতা মাহবুব আলম, পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য নঈম উদ্দিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আবু তালেব, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আবু মুছা, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন রক্সি,পদুয়া ইউনিয়ন যুবদল নেতা ডা. মো. দেলায়ার হোসেন তালুকদার, বিএনপি নেতা আবুল মনসুর, আরছ তালুকদার, ডাঃ আবু নাছের, যুবদল নেতা কামাল উদ্দিন, নাসির উদ্দিন, মোঃ ফারুক, ছাত্র নেতা আরজু ইসলাম রানা, থানা ছাত্র দল নেতা রবিউল আলম ও শরিফ প্রমুখ।
এছাড়াও রাঙ্গুনিয়া পদুয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মিরা অংশ নেন। অনুষ্ঠানজুড়ে ছিল প্রীতি-আলোচনা ও মিষ্টি মুখের বিশেষ ব্যবস্থা। অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেন। সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। Ñরাঙ্গুনিয়া প্রতিনিধি

সীতাকুন্ড আইডিয়াল স্কুল : সীতাকুন্ড আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৈশাখী উৎসব পালন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সোমবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ডিজিটাল হেলথ এর সি ইও ডঃ আহম্মেদ আরমান ছিদ্দিকী। তিনি বলেন, শিশুদেরকে সব সময় মোবাইল না দিয়ে তাদের হাতে বই দিবেন, খেলতে দিবেন শিশুদের মেধা বিকাশে সহায়তা করবেন। মেয়েদেরকে আইটিতে এগিয়ে নিতে কাজ করতে হবে। সীতাকুন্ডকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের জ্ঞান বিজ্ঞানে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার, সীতাকুন্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।স্কুলের প্রধান শিক্ষক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রিজিয়া সুলতানা, এম এফ জে এফ এর উপদেষ্টা মহিন উদ্দিন, উপদেষ্টা নুরুদ্দিন মোঃ লিটন, স্কুলের পরিচালক জাহিদ হোসেন, প্রধান শিক্ষক রুবেল হোসেন মোঃ মহিউদ্দিন প্রমুখ। পুরস্কার প্রদান ও পহেলা বৈশাখের এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য, গান, খেলাধুলা, যেমন খুশি তেমন সাজসহ নানা আয়োজন ছিল দেখার মত। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। -সীতাকুন্ড প্রতিনিধি