বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ (বিভাগীয় পর্যায়) এর ফাইনাল খেলায় সানশাইন গ্রামার স্কুল ৫ উইকেটে কুমিল্লা মডার্ন হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আরশাদুল হক আয়ান। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা । এসময় চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ মো. মোমিনুল হকসহ অংশগ্রহণকারী স্কুল সমূহের খেলোয়াড় ও শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।