নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে র্যাবের অস্থায়ী চেকপোস্টে ধরা পড়েছে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলের চালান। গত মঙ্গলবার সন্ধ্যায় চালানটি জব্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে দেশে আসার পর ফেনসিডিলের চালানটি কুমিল্লা থেকে প্রাইভেটকারে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছিল। গ্রেপ্তার হয়েছেন প্রাইভেটকারের চালক মো. মুরাদ হোসেন (২৭)।
র্যাব জানায়, প্রাইভেটকারে করে ফেনসিডিলের একটি চালান কুমিল্লা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে-গোপন সূত্রে এমন তথ্য পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব-৭ এর একটি দল। চেকপোস্টে প্রাইভেটকারটি থামিয়ে ভেতরে তল্লাশি করে দুইশ’ ৯৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। এ সময় চালক মুরাদ হোসেনকে গ্রেপ্তারের পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মুরাদ কুমিল্লা কোতোয়ালি থানার পূর্ব রেসকোর্স এলাকার মো. শহীদ হোসেনের ছেলে।
র্যাব-৭ এর উপ-পরিচালক মো. সাদমান সাকিব বলেন, জব্দ হওয়া ফেনসিডিলের বর্তমান বাজারমূল্য আনুমানিক তিন লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার মুরাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি প্রায় সময় কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ আশপাশের এলাকায় চাহিদামত সরবরাহ করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ ফেনসিডিলসহ মুরাদকে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।