মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে দিনে দুপুরে প্রাইভেটকারে করে গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুরে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির পাশে গরু বেঁধে যান গরুর মালিক মৃদুল নন্দী। পরে এসে দেখেন তার গরুটি নেই। ভুক্তভোগী মৃদুল নন্দী বলেন, বাড়ির পাশে সকালে গরু বেঁধে আসি। বেলা ১২ টায়ও ছিল। এরপর দুপুর ২ টায় গিয়ে দেখি গরু নেই। পরে জানতে পারলাম এক স্কুলছাত্রকে প্রাইভেটকারে গরু তুলতে দেখে স্থানীয়রা জিজ্ঞেস করলে গরুটি সে কিনেছে বলে জানায়। পরে বিষয়টি আমাকে জানালে আমি দ্রæত সেখানে গেলেও দেখি গরু ও স্কুল ছাত্র নেই। বাচুর আছে, গাভী নিয়ে গেছে। গরুটির মূল্য প্রায় ১ লাখ টাকা। এই গরুটিই আমার সম্বল। আমি নিঃস্ব হয়ে গেলাম’।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে’।











