চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউটের সভাপতি/পরিচালক ও ৫ম সমাবর্তনের সকল উপ-কমিটির আহব্বায়ক, সদস্য ও সদস্য-সচিবদের সমন্বয়ে সমাবর্তন-পরবর্তী এক মতবিনিময় সভা চবি ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারিতে গত ১৯ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবর্তন সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়। চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এতে চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের মতো বড় অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে পারায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভায় সমাবর্তনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আইন অনুষদের ডিন ও ৫ম সমাবর্তন প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহব্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন ও প্যান্ডেল, সাজসজ্জা ও আসন ব্যবস্থাপনা উপ-কমিটির আহব্বায়ক প্রফেসর ড. মো. গোলাম কিবরীয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও পরিবহন/সফটওয়্যার ক্রয় উপ-কমিটির আহব্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস এবং ফিশারিজ অনুষদের ডিন ও আপ্যায়ন উপ-কমিটির আহব্বায়ক প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, সিনেট সদস্য প্রফেসর মনছুর উদ্দিন আহমেদ, শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নান, রসায়ন বিভাগের প্রফেসর ও র্যালি, অভ্যর্থনা উপ-কমিটির আহব্বায়ক ড. মনির উদ্দিন, আরবি বিভাগের প্রফেসর ড. আ.ক.ম. আবদুল কাদের, ফাইন্যান্স বিভাগের সভাপতি ও ৫ম সমাবর্তন উদযাপন কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. এম. শামছু উদ্দিন আহমদ, পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর মাহ-এ-নুর কুদ্সী ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি