রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলাধীন ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের সোনাইছড়ি ত্রিরতœ বৌদ্ধ বিহারের বিহারাধিপতি আলোকিত সংঘমনীষা প্রয়াত মৈত্রীজ্যোতি স্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া গত ৪ ও ৫ এপ্রিল দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
১ম দিন সকালের পর্বে সভাপতিত্ব করেন পশ্চিম লুঙ্গিপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও আঞ্চলিক সংঘনায়ক উৎ সাসনা মহাথেরো। প্রধান অতিথি ছিলেন ভদন্ত সুমনাজ্যোতি মহাথেরো। উদ্ধোধন করেন জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদ্যাপন পরিষদের কার্যকরী সভাপতি শিক্ষক সুমেধানন্দ মহাস্থবির, করুণানন্দ মহাস্থবির, সাধনানন্দ মহাস্থবির, কার্যকরী সহ-সভাপতি সুনীল কান্তি চাকমা, প্রকৌশলী হিরণ্ময় তঞ্চঙ্গ্যা ইমন।
২য় দিনের পর্বে দুপুর ২ টার কার্যক্রমে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথেরো। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি দীপেন তালুকদার দিপু। বিশেষ অতিথি ছিলেন বেতবুনিয়া ৫নং ওয়ার্ড ইউনিয়নের সাবেক মেম্বার ও বিএনপি রাঙামাটি জেলার সহ-সভাপতি পাঁইছি মং মাংমা, প্রকৌশলী পুলক বড়ুয়া।
অনুষ্ঠানের উদ্ধোধন করেন জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া পরিষদের সভাপতি ও প্রয়াতার গুরু ভান্তে ভদন্ত সুমঙ্গল মহাস্থবির, করুনানন্দ মহাথেরো, দীপংকর মহাথেরো, গয়ারক্ষিত থেরো, আনন্দবোধি থেরো, ধর্মবংশ মহাস্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দবোধি স্থবির।
সাধারণ সম্পাদকের বক্তব্য রাখেন অশোক কুমার চাকমা। আরও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ পুত্রবধূ করুণাময়ী তঞ্চঙ্গ্যা, সমাজসেবী তাপস বড়ুয়া, প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সুনন্দ মহাস্থবির, ক্ষেমানন্দ মহাস্থবির, আনন্দজ্যোতি স্থবির। অনুষ্ঠানে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন সুমনরক্ষিত মহাস্থবির ও শাসনরক্ষিত ভিক্ষু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবজ্যোতি চাকমা উজ্জ্বল। ভান্তের স্মরণে সংগীত পরিবেশন করেন সীমা চাকমা, তবলায় বন্দন বড়ুয়া, কি- বোর্ডে স্বপন দাস। বিজ্ঞপ্তি