প্রমিতি সাংস্কৃতিক একাডেমির শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা

1

প্রমিতি সাংস্কৃতিক একাডেমির ৬ষ্ঠ আবর্তনের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার চূড়ান্ত মূল্যায়ন অনুষ্ঠান গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত মূল্যায়নে বিচারক ছিলেন তারুণ্যের উচ্ছ্বাস ও সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আবৃত্তিশিল্পী শুভাশিস, আবৃত্তিশিল্পী জেবুন নাহার শারমিন। সঞ্চালন করেন প্রমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল। প্রমিতির ৬ষ্ঠ আবর্তনে সর্বমোট ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে উপস্থিত ছিলেন মর্নিং ডিউ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদুল আলম, প্রমিতির পরিচালক সাজু মল্লিক, মনজুর মোর্শেদ, সদস্য আবৃত্তি শিল্পী হোসাইন ইলিয়াস প্রমিতির অভিভাবক সদস্য পম্পি দি, উত্তম দে, বিধান পাল, বাপ্পি দেব, রিমা রাহা, সৃষ্টি দে, কেতাবী, মিরাজ, সুদীপ্ত সহ প্রমিতির সকাল সদস্য। বিজ্ঞপ্তি