সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তবে পুলিশি অভিযানে অপহরণের ১০ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। অপহৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইউনুস (৪৮)। তিনি সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের দক্ষিণ হিলমিলি এলাকার বাসিন্দা এবং সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। এ ঘটনায় তার স্ত্রী নাসিমা আক্তার সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে ইউনুস উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকায় তার নির্মিত সেমিপাকা ঘরটি দেখতে যান। দুপুর দেড়টার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তার পধে গতিরোধ করে প্রথমে বাগ্বিতন্ডা এবং পরে চড়-থাপ্পড় মারে। এরপর টেনেহিঁচড়ে তাকে পাশের একটি বিলের মধ্য দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। দুপুর ২টা ৪ মিনিটে ইউনুসের মোবাইল ফোন থেকে তার মেয়ে তাসমিয়া তাহসিন তামান্নার ফোনে একটি কল আসে। এক অজ্ঞাত ব্যক্তি জানান, ‘তোমার বাবাকে অপহরণ করেছি। যদি জীবিত ফিরে পেতে চাও, তাহলে এনু মিয়ার দোকানের সামনে এনামকে দুই লাখ টাকা দেবে। পুলিশে জানালে মেরে ফেলব।’ এরপর বিকেল ৩টা ১০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আবারও ফোন আসে। ওই সময় অপহরণকারীরা মুক্তিপণের অঙ্ক কমিয়ে এক লাখ টাকা দাবি করে এবং বলেন, টাকা না দিলে ইউনুসের অশ্লীল ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। পরে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়। অভিযোগে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন মো. আকিল (২৩), মো. সাকিব (২৪), মো. ইমন (২৩) এবং মো. এনাম (৩৫)। এ ছাড়া আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির জড়িত থাকার কথা বলা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্তদের অনেকেই এলাকায় চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। এ ব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান চালাই। রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদ ইউনুসকে উদ্ধার করা হয়েছে।’ পুলিশের হাতে ইউনুস উদ্ধারের খবরে তার পরিবার কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে। তবে এখনো মূল অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়নি।