নিজস্ব প্রতিবেদক
নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ের সেন্ট্রাল সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানা যায়
সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ গঠিত যৌথ পরিদর্শন দলের প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির ডায়াগনস্টিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। সেখানে উল্লেখযোগ্য অনিয়ম ও স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট রিপোর্টে ‘সিডিউল ক’ ও ‘সিডিউল খ’ অনুযায়ী হাসপাতালটির প্যাথলজি বিভাগে লাইসেন্স, জনবল, মান নিয়ন্ত্রণ এবং পরিকাঠামোগত নানা ঘাটতির বিষয় তুলে ধরা হয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশক্রমে হাসপাতালটির ডায়াগনস্টিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়, সেন্ট্রাল সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের প্রয়োজনীয় ডকুমেন্ট নবায়ন না করায় প্রতিষ্ঠানটির প্যাথলজি কার্যক্রম জনস্বাস্থ্য বিবেচনায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী পূর্বদেশকে বলেন, হাসপাতালটির পরিবেশ ছাড়পত্র নাই। এছাড়া গ্যাস, বিদ্যুৎ ও পানির সমস্যা রয়েছে। এসব সমস্যা নিয়েও হাসপাতালটি রোগীর অপারেশন করছে। কোনো সমস্যা হলে এর দায় কে নিবে? তাই হাসপাতালটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।