বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ নাসির উদ্দিন (৬৭) গত সোমবার বিকেলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।
দুই সপ্তাহ আগে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল পার্কভিউতে তার পিত্তথলির পাথর অপসারণের জন্য অপারেশন করা হয়। পরবর্তীতে ইনফেকশান হলে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। চট্টগ্রাম থেকে রোববার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই ভাই, তিন বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। প্রবীণ শিক্ষাবিদ নাসির উদ্দিনের ইন্তেকালে চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে। বন্দরনগরীর পতেঙ্গা বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকে অবস্থিত বিএএফ শাহীন কলেজে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘসময় তিনি নামকরা ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। সেখান থেকে অবসর গ্রহণের পর সীতাকুন্ডের কুমিরা আইআইইউসি কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার ছাত্রদের অনেকে এখন দেশে বিদেশে প্রতিষ্ঠিত। আজ মঙ্গলবার পটিয়ার মনসা গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। শিক্ষাবিদ নাসির উদ্দিনের ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি