প্রফেসর ড. এমএ গফুর এলডিপি’র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান

1

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. এমএ গফুর। গত ২৬ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে ভাইস-চেয়ারম্যান পদে তাঁর নাম ঘোষণা করা হয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সমিতির নির্বাচনে তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের মাস্টার বাড়ির মরহুম মো. আবদুল করিমের পুত্র ড. এমএ গফুর শিক্ষকতার পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন সেমিনারে যোগদান করেন এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে সামাজিক কর্মকাÐের সাথে জড়িত রয়েছেন। বিজ্ঞপ্তি