শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে বিপুল সাড়া জাগিয়ে শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ আয়োজিত দু’দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলন। জ্ঞান বিতরণের পাশাপাশি জ্ঞান সৃজনে মার্কেটিং বিভাগের ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গণচীন, ভারত ও বাংলাদেশের ৭৫ জন গবেষক তাঁদের মৌলিক গবেষণাকর্ম উপস্থাপন করেন। ব্যবসায় প্রশাসন অনুষদের চারটি ভেন্যুতে সবগুলো বিজনেস সেশন অনুষ্ঠিত হয়েছে। প্লেনারী সেশন অনুষদের লেকচার গ্যালারীতে গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং সম্মানিত অতিথি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. নসরুল কদির উপস্থিত ছিলেন। কী-নোট স্পীকার হিসেবে এতে চারটি বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের দশিশা ইউনিভার্সিটির প্রফেসর ফিলিপ সুুগাই, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম-এর প্রফেসর আতাউর বেলাল, ভিয়েতনাম ন্যাশনাল ইউনিভার্সিটি অব ইকোনমিক্স এন্ড বিজনেস-এর হেড অব মার্কেটিং ড. দাও ক্যাম থুই ও সফল কর্পোরেট প্রতিনিধি র্যাংকন-এর সিইও জনাব তানভির শাহরিয়ার রিমন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন আয়োজক কমিটির কো-কনভেনর প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা আগত গবেষক ও অতিথিদের ধন্যবাদ জানান। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের সম্মেলন চবি ও দেশের ভাবমূর্তি বাড়াবে এবং বিশ্বের গবেষকদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রফিট চাইতে পারেন, তবে এর সঙ্গে দেশপ্রেম যোগ করা উচিত। তিনি আরও নতুন আইডিয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং কক্সবাজারে জুস শিল্প গড়ে তোলার প্রস্তাব দেন। চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, টেকসই ব্যবসায়ের জন্য গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নির্ধারণ করতে হবে। সম্মেলনে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ক্রেতাদের আচরণগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. নছরুল কদির তার বক্তব্যে কনফারেন্সের মূল থিম নিয়ে আলোচনা করেন। প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, একাডেমিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান যুগে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চ্যালেঞ্জ হিসেবে আসছে, যা মোকাবিলায় নতুন কৌশল ও নীতি নির্ধারণ প্রয়োজন। বিজ্ঞপ্তি