নিজস্ব প্রতিবেদক
চান্দগাঁও থানাধীন মোহরায় এক বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে এই অভিযোগে স্থানীয়রা স্কুলের প্রধান ফটক বন্ধ করে ওই শিক্ষককে আটক করে রাখেন। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিকাল ৪টার দিকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত দেদুল বড়–য়া মোহরা পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভির আহমেদ জানান, ‘স্থানীয়রা ধর্ষণের অভিযোগে ওই শিক্ষককে আটক করেন এবং পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা ভুক্তভোগী নারী শিক্ষককে খবর দিয়েছি। তিনি আসলে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত দেদুল বড়ুয়া ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন। তাছাড়া তিনি মোহরা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পরিচয় দিয়েছেন।
দেদুল বড়ুয়ার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হতে নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি।