প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

2

রামু প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের বিতর্কিত প্রধান শিক্ষক আজিজুল হক সিকদারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ১৮ আগস্ট সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ এ বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার ২০১০ সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আসছে। ইতিপূর্বে পরপর ৩ টি ব্যবস্থাপনা কমিটির কাছে এ প্রধান শিক্ষকের আর্থিক অনিয়ম প্রমাণিত হয়েছে। এরই প্রেক্ষিতে ২০১৮ সালে আত্মসাৎকৃত ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা বিদ্যালয়ে তহবিলে ফেরত দিতে বাধ্য হন।
ওইসময় শিক্ষক-শিক্ষার্থীরা দুর্নীতির দায়ে পদত্যাগের দাবি উঠলে প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনারাবৃত্তি ঘটবে না বলে মৌখিক অঙ্গীকার করে স্বপদে বহাল থাকেন। পরবর্তীতে প্রধান শিক্ষক কৌশল পরিবর্তন করে ফ্যাসিবাদি সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তায় প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকসহ সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন খাতে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত অর্থ বিনা রশিদে আদায়সহ নানা অনিয়মে চালিয়ে আসছে।
সম্প্রতি দেশের ক্ষমতার পট পরিবর্তন হলে প্রধান শিক্ষক আজিজুল হক সিকদারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করে সর্বস্তরের ছাত্রজনতা। সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং জোয়ারিয়ানালা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ বিতর্কিত প্রধান শিক্ষক আজিজুল হক সিকদারের পদত্যাগের দাবিতে রবিবার (১৮ আগস্ট) থেকে থেকে সমাবেশ, বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচী ও লাগাতর ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। পদত্যাগ না করা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। এ ব্যাপারে জানতে চাইলে জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার জানান, অযৌক্তিক কারণে তিনি পদত্যাগ করবেন না।
অডিট করে তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে তিনি যে কোন নিয়মতান্ত্রিক শাস্তি মেনে নেবেন। বর্তমানে তিনি অসুস্থ। এ কারণে তিনি ৭দিনের ছুটি নিয়েছেন। তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বিষয়টি সত্য নয়। ব্যক্তি আক্রোশে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।