প্রধান প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

2

নিজস্ব প্রতিবেদক

নিয়ম বর্হিভূতভাবে হিসাবরক্ষক পদে নিয়োগ, বিধিবর্হিভূত পদোন্নতি নেওয়া, প্রতিষ্ঠানের র্স্পশকাতর তথ্য ঘাটতি, অন্য কর্মর্কতাদের সাথে অশালীন ভাষা ব্যবহার ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার সুর্নিদিষ্ট অভিযোগের চট্টগ্রাম জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলাকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
গত ১৪ জানুয়ারি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (এইচআর ও প্রশাসন) জয়নাল আবেদিন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্যে জানানো হয়। তবে গতকাল চিঠির বিষয়টি জানাজানি হয়।
সই করা এ আদেশে বলা হয়, ছুটি ভোগের সময় ‘হাসপাতাল ম্যানেজমেন্ট সফটওয়ার’ এর হার্ডডিক্স খুলে নিয়ে যান এবং ছুটি থেকে আসার পর উক্ত ‘হাসপাতাল ম্যানেজমেন্ট সফটওয়ার’ এর অনেক তথ্যে ঘাটতি পরিলক্ষিত হয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে কোন উত্তর না দিয়ে এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত পুনরায় ছুটিতে চলে যাওয়া এবং কারণ দর্শানো নোটিশের জবাব না দেওয়া। নিয়ম বর্হিভূতভাবে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ‘হিসাব রক্ষক’ পদে নিয়োগ গ্রহণ করেছেন। জুনিয়র সহকারী পরিচালক পদে হাসপাতালের অফিস কাঠামো লঙ্ঘন করে দিধি বর্হিভূতভাবে পদোন্নতি গ্রহণ করেছেন। ক্ষমতার অপব্যবহার করে কর্মস্থলে একেক সময় একেক পদবী ব্যবহার করা। জাতীয় সদর দফতর হতে অত্র হাসপাতালে ইনচার্জ পদে বদলিকৃত সাবেক কর্মকর্তাদেরকে হাসপাতালের বিভিন্ন কর্মকান্ড ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধাগ্রস্ত করা এবং অপমান, অপদস্ত করা, হাসপাতালে দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি ও অশালীন ভাষা ব্যবহার করাসহ বিভিন্ন ‘অপরাধের সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে একাধিক অভিযোগে সোসাইটি আইন ২০১৫ অধ্যায় ১২ এর বিভিন্ন ধারায় চাকরি হতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।