নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাতসহ নামে-বেনামে জ্ঞাত আয় বহির্ভ‚ত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৬ ফেব্রুয়ারি দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি আদেশে এমন নির্দেশনা দেয়া হয়।
গতকাল মঙ্গলবার পূর্বদেশকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
আদেশে বলা হয়- ‘অভিযোগটি দুদক, সজেকা (সম্মিলিত জেলা কার্যালয়), চট্টগ্রাম-১ থেকে অনুসন্ধান করার নিমিত্ত কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর প্রেক্ষিতে অভিযোগটি অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ অবস্থায় বিধি মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পূর্বদেশকে বলেন, ‘চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সম্পদসহ নানা তথ্যাদি অনুসন্ধানের চিঠি আমরা হাতে পেয়েছি। এখনও কোনো কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়নি, শীঘ্রই অনুসন্ধান কার্যক্রম শুরু করবো।’
এর আগে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ দপ্তরে একটি অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয় থেকে দুদকের প্রধান কার্যালয়ে প্রেরণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এরই প্রেক্ষিতে প্রধান কার্যালয় আমলে নিয়ে অনুসন্ধানের নির্দেশ প্রদান করেন।
দায়ের করা অভিযোগটিতে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকলেও দীর্ঘদিন যাবৎ ধরা-ছোঁয়ার বাইরে। এক সময়ে টানাপোড়নের সংসার ছিল তাদের। এখন তিনি বিপুল অর্থ সম্পদের মালিক। অনিয়ম দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছেন। যোগদানের পর থেকে ক্রয় সংক্রান্ত দুর্নীতির সাথে জড়িত হয়ে যান। ফাইলে জটিলতা দেখিয়ে আর্থিক সুবিধা নেন। দপ্তরে ফাইল গেলেই আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে অনৈতিকভাবে আর্থিক সুবিধা নেন সেবাপ্রার্থীদের কাছ থেকে। বেশ কয়েকবার বিভিন্ন পত্র-পত্রিকায় এবং গণমাধ্যমে তার দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে। এরপরও তিনি বহাল তবিয়তে আছেন। তার দপ্তর যেন টাকা আয়ের কারখানা। সীমাহীন দুর্নীতি, টেন্ডার বাণিজ্য, সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুপ্তচর হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটি ফাইলে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে বিভিন্ন স্তরের সুবিধাভোগীদের মুঠোফোনে কল দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। যার কারণে চট্টগ্রামের উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এই কর্মকর্তার আরও অনেক ফিরিস্তি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নথিপত্রের মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। শুধু তাই নয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত গোপন বিষয়াদি বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি করে ভাবম‚র্তি নষ্ট করছেন এই কর্মকর্তা। তৌহিদুলের গ্রামের বাড়ি ফটিকছড়িতে। তার এমন বিরামহীন দুর্নীতির ফলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সুনাম খ্যাতি হারানোর পাশাপাশি জনগণ হয়রানির শিকার হচ্ছে। তিনি দীর্ঘদিন একই পদে বহাল থাকার সুবাদে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। নামে-বেনামে রয়েছে একাধিক ব্যাংক একাউন্ট, নগদ টাকা ছাড়াও রয়েছে নিজ স্ত্রীর নামে রয়েছে ২টি বার্জ, ৩টি ট্রলার এবং ১টি কার্গো জাহাজ। স্ত্রীর নামে চান্দগাঁও মৌজায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন অনন্যা আবাসিক এলাকায় ৫ কাঠা বা ৩৫৯৮.৫৬ বর্গফুট আয়তনের ‘এ-২৫৯’ নং প্লট ৯৯ বছর মেয়াদে লিজ গ্রহণ করেন। নিজ নামে ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নগরীর খুলশী থানাধীন চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের লে-আউট প্ল্যানের প্লট নং-১/সি-তে নির্মিত ‘ফয়জুন ভিস্তা’ নামক এপার্টমেন্ট ভবনের অবিভক্ত ও অচিহ্নিত ০.৭৪ শতক ভিটি ভ‚মি এবং উক্ত এপার্টমেন্ট ভবনের ৫ম (সি-৭) তলার পশ্চিমাংশে বি-টাইপ এপার্টমেন্টের পরিমাণ ২৩৫০ বর্গফুট এবং নিচ তলার গাড়ি পার্কিং স্পেস ১৬৫ বর্গফুট সহ মোট ২৫১৫ বর্গফুট আয়তনের ফ্ল্যাট ক্রয় করেন। তার স্ত্রী’র নামে ২০২২ সালে সদর সাব-রেজিস্ট্রি অফিস, চট্টগ্রামের দলিল নং- ৩০৪৫, তারিখ-১৫/০১/২২ ইং মূলে চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ মৌজায় ১০ শতাংশ বা ৫ গÐা জমি ক্রয় করেন। অতঃপর উক্ত জমির উপর ১০ তলা আবাসিক ভবন নির্মাণ করেন। এছাড়াও চট্টগ্রামের খুলশীতে স্ত্রীর নামে দুটি ফ্ল্যাট ও বহদ্দার হাট পুলিশ বক্সের সাথে ১০ শতাংশ জায়গা রয়েছে। যার আনুমানিক ম‚ল্য ৩ কোটি টাকা। তার নিজের নামে একটি জিপ গাড়ি ও একটি টয়োটা-এফ প্রিমিয়ো গাড়ি রয়েছে। স্ত্রী ও ছেলে-মেয়েদের ব্যবহারের জন্য রয়েছে একটি প্রাইভেট কার ও একটি জিপ গাড়ি। তিনি টাকার হিসাব গোপন রাখতে গ্রামের বাড়িতে তার ভাইয়ের নামে প্রায় ২০ বিঘা জমি ক্রয় করেছেন। যার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। তার আপন ছোট ভাইয়ের নামে সদর জয়েন্ট পাহাড়তলী থানাধীন উত্তর হালিশহর মৌজায় ৬০ শতক নাল জমি ক্রয় করেন। ভালভাবে খোঁজ করলে তার নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে আরও প্রচুর অবৈধ সম্পদ পাওয়া যাবে।’
অর্থাৎ, উক্ত কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি কোটি কোটি টাকা লোপাটের বিষয়টি তদন্তপ‚র্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।’
চসিক সূত্রে জানা গেছে, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের বিরুদ্ধে হালিশহর ফইল্যাতলী কিচেন মার্কেটের দোকান বরাদ্দ দেওয়া নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগসহ স্থানীয় কাউন্সিলর অধ্যাপক ইসমাইলের সংশ্লিষ্টতায় বড় অংকের টাকা লেনদেনের বিষয়টা চসিক কার্যালয়ে আলোচনায় রয়েছে। পাশাপাশি তৌহিদুলের একছত্র আধিপত্যে অস্থায়ী একজন প্রকৌশলীকে সেবক কলোনি নির্মাণ প্রকল্পের পিডি নিয়োগের মতো চাকরির বিধিমালা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সেটা নিয়ে প্রকৌশল বিভাগে নানারকম গুঞ্জনও আছে। ওই সেবক কলোনির গুরুত্বপ‚র্ণ প্রকল্প বাস্তবায়নে কৃত্রিম স্থবিরতা নিয়েও রয়েছে তৌহিদুলের মৌন সমর্থন, যার ফলে চসিকের উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা তৈরি হয়।
তবে এসব দুর্নীতি ও অনুসন্ধানের বিষয়ে জানতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া মেলেনি। পাশাপাশি ক্ষুদে বার্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তার কোনো উত্তর আসেনি।