পূর্বদেশ ডেস্ক
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। গতকাল বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যের এ সাক্ষাতের তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এসময় তারা একান্তে কথা বলেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
বৈঠকের বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হলেও তাতে বিষয়বস্তু সম্পর্কে কিছু বলা হয়নি। আগামি বছর ফেব্রæয়ারির মাঝামাঝিতে দেশে জাতীয় নির্বাচন আয়োজনে গত ১৫ জুন অন্তর্বর্তী সরকারের ঘোষণার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির এ বৈঠক হলো।
প্রধান উপদেষ্টা প্রথমে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিলেও পরে তা আগামি রোজার আগে ফেব্রæয়ারিতে আয়োজনের কথা বলেছেন। তবে তা সংস্কার ও বিচারের অগ্রগতির উপর নির্ভর করবে বলে জানান তিনি। খবর বিডিনিউজের
যুক্তরাজ্যের লন্ডনে গত ১৩ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ ঘোষণায় রোজার সপ্তাহ খানেক আগে জাতীয় নির্বাচন করার ঘোষণা দেওয়া হয়। এর দু’দিন পর ১৫ জুন সাংবাদিকদের প্রশ্নে এ ঘোষণাকে সিইসি ‘সরকারি নয়’ বলে মন্তব্য করেছিলেন।
ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের বলেছিলেন, যৌথ ঘোষণায় কারো ‘সই নেই’, থাকলে বলা যেত এটি ‘সরকারিভাবে’ এসেছে। সেদিন সিইসি বলেছিলেন, ভোটের আট-দশ মাস আগে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এ মুহূর্তে ঘোষণা সম্ভব নয়। এর আগে তিনি বলেছিলেন, যথাসময়ে নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।
প্রথা অনুযায়ী, তফশিল ঘোষণার আগে নির্বাচন কমিশন সাধারণত তাদের সব প্রস্তুতির বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করে। রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই তফশিল ঘোষণা করা হয়ে থাকে।