উখিয়া প্রতিনিধি
উখিয়ায় পাহাড়কাটা বন্ধ করতে গিয়ে পাহাড় খেকোদের ট্রাকচাপায় বনবিট কর্মকর্তা নিহতের ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উখিয়ার থানা পুলিশের একটি টিম চট্টগ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা বন কর্মকর্তা সাজ্জাদ হত্যার প্রধান আসামি বাপ্পিকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার ভোররাতে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
তিনি বলেন, ‘আমরা বন কর্মকর্তা সাজ্জাদ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে সোমবার সন্ধ্যা নাগাদ কক্সবাজার নিয়ে আসা হবে। এর মধ্যে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে অন্য সহযোগীদের বিষয়ে জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) সকালে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’
উল্লেখ্য, রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল পাহাড়খেকো। খবর পেয়ে বনবিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলসহ কয়েকজন বনকর্মী ঘটনাস্থলে যান। এ সময় তিনিসহ মোটরসাইকেল আরোহী দুইজনকে পাচারকারীদের মাটিভর্তি ট্রাক চাপা দেয়। এতে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থলে মারা যান এবং মোহাম্মদ আলী নামের এক বনরক্ষী আহত হন। এ ঘটনায় গতকাল সোমবার বিকালে বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।