আগে প্রতিমন্ত্রী ছিলাম, এখন পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন। এজন্য
আমি তাঁর কাছে কৃতজ্ঞ। এলাকার ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদ সদস্য নির্বাচিত করেছেন বলেই আজ আমি এ সম্মান পেয়েছি। বিগত পাঁচ বছর ধরে এলাকার উন্নয়নে কাজ করেছি। সব ধরনের দুর্নীতির বাইরে থেকে সততার সাথে দায়িত্ব পালন করেছি। যে কারণে বঙ্গবন্ধু কন্যা আমাকে পদোন্নতি দিয়েছেন। ভবিষ্যতেও দেশবাসীর দোয়া নিয়ে এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে চাই।