প্রধানমন্ত্রীর পরামর্শে বাংলাদেশ গেমস স্থগিত

34

দেশের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন হলো বাংলাদেশ গেমস। আগামী ১ থেকে ১০ এপ্রিল দেশব্যাপী এই গেমস হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এই গেমসও স্থগিত হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জরুরি সংবাদ সম্মেলন ডেকে বাংলাদেশ গেমস স্থগিত করার ঘোষণা দিয়েছে। বিওএর সহ-সভাপতি শেখ বশির আহমেদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বাংলাদেশ গেমসের জন্য আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সব দেশে অ্যালার্ট জারি করা হয়েছে। তারই প্রেক্ষাপটে জনসমাবেশ যতটা কম করা যায় ততই ভালো। দ্বিতীয়ত খেলোয়াড়দের মনে শঙ্কা কাজ করছে। এই অবস্থায় খেলোয়াড়েরা শতভাগ দিতে পারে না। তাই আপাতত বাংলাদেশ গেমস স্থগিত করা হয়েছে।’
এর আগে বিওএর সভাপতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সকালে দেখা করেন। মূলত প্রধানমন্ত্রীর পরামর্শেই এই গেমস স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য হলো, ‘খেলোয়াড়েরা যেন সুস্থ থাকে। ঠিকমতো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারে। এর জন্য সম্ভব হলে যদি কিছুদিন পিছিয়ে দেওয়া যায় খেলাটা।’ তিনি আমাদের এভাবেই নির্দেশনা দিয়েছেন। আমরা কবে করবো তা পরে জানিয়ে দেওয়া হবে। সব ফেডারেশনের সঙ্গে কথা বলে জানাবো। গেমসটিতে এবার ২০টি ভেন্যুতে ৩১টি খেলার প্রায় ১২ হাজার ক্রীড়াবিদের অংশ নেওয়ার কথা ছিল।