প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমপি লুবনা’র ঈদ উপহার বিতরণ

7

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা এমপি। ৫ এপ্রিল সকাল ১১টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহিদা আক্তার জাহান, কল্পনা লালা, রেহেনা ফেরদৌস, জান্নাত আরা মন্জু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. পাপড়ি সুলতানা, কাজী শারমীন সুমী, সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া, নুরীমন আক্তার, প্রচার সম্পাদক এড. নীলুফার জাহান, দপ্তর সম্পাদক জীবন আরা বেগম, রওশন মুন্নী, নাসরীন সুলতানা, সুপর্ণ ভঞ্জ প্রমুখ।
ঈদ উপহার বিতরণকালে শামীমা হারুন লুবনা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার। বঙ্গবন্ধু কন্যা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এর ফলশ্রুতিতে দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকার সবসময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও পাশে থাকবে। উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপস্থিত সকলের কাছে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন। বিজ্ঞপ্তি