‘প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় খেলাধুলা এগিয়ে যাচ্ছে’

54

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও অনুপ্রেরণায় দেশের খেলাধুলা এগিয়ে যাচ্ছে।’ তিনি গতকাল মুজিববর্ষ বিওএফ কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, ‘বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেক পুরস্কার জিতেছে। তবে এবার আমরা প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছি। এসএ গেমসে সর্বোচ্চ ১৯ স্বর্ণসহ ১৪২টি পদক জিতেছি।’
গলফারদের উদ্দেশ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা গলফ খেলা চালিয়ে যান। আপনাদের মধ্যে থেকেই উঠে আসতে পারে বড় মাপের নতুন গলফার। ব্যক্তিগতভাবে আমার মনে হয় গলফ অনেক কঠিন খেলা।’