প্রথম সংসারে সুখ হয়নি, মানসিক ভাবে বিপর্যস্ত করে তুলেছিল শেফালী জারিওয়ালাকে। মৃত্যুর বেশ কয়েক বছর আগে এই কথা এক সাক্ষাৎকারে বলেছিলেন সদ্যপ্রয়াত অভিনেত্রী। তার আকস্মিক মৃত্যুতে সেই সাক্ষাৎকারটি নতুন করে আলোচনায়।
মাত্র ৪২-এ অকালে ঝরে যাওয়া শেফালী শারীরিক দিক থেকে অত্যাচারিত না হলেও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন। তার কথায়, মানসিক নির্যাতনও ভয়ংকর। প্রথম বিয়ে আমায় মানসিক ভাবে গুঁড়িয়ে দিয়েছিল।
‘মিত ব্রাদার্স’র জনপ্রিয় গায়ক জুটির অন্যতম হরমিত সিংহ। শেফালীও তখন মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ করে রাতারাতি জনপ্রিয়। প্রথম আলাপের পর প্রেম। ঘনিষ্ঠতা বাড়ায় ২০০৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন শেফালী ও হরমিত। প্রয়াত অভিনেত্রী পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সেই বিয়ে সুখের ছিল না। তার গায়ে কোনও দিন হাত তোলেননি হরমিত। কিন্তু মানসিক অত্যাচার করতেন। সহ্যের সীমা ছাড়ালে ২০০৯ সালে বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য তিনি। শোনা যায়, দ্বিতীয় বিয়েতে সুখী ছিলেন তিনি।