নিজস্ব প্রতিবেদক
প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নর্পূণা-১ জয় করেছেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। হিমালয় পর্বতমালায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বতের চূড়ায় ওড়ালেন লালসবুজ পতাকা। গতকাল সকালে পতাকা ওড়ানোর মধ্যদিয়ে এ কীর্তি গড়েন চাটগাঁর এ সন্তান। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট, লোৎসে ও অন্নপূর্ণা-১ জয়ের অনন্য কীর্তি গড়েন। বাবর আলীর পর্বতশীর্ষে আরোহণের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান।
তিনি বলেন, বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত করেছেন। তিনিই প্রথম অন্নপূর্ণা-১ এর শীর্ষে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। এ সময় তার সঙ্গী ছিলেন ক্লাইম্বিং গাইড ফূর্বা অংগেল শেরপা। ওর কঠোর পরিশ্রম ও নিরলস অধ্যবসায়ের প্রতিফলন এই সাফল্য। এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি আরো জানান, আজ সকালে বেজক্যাম্পে নেমে আসার কথা রয়েছে।
অন্নপূর্ণা-১ জয়ের লক্ষ্যে নেপালের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ছাড়েন গত ২৪ মার্চ। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ২৬ মার্চ কাঠমান্ডু থেকে প্লেনে করে পোখারা যান। এরপর কিছু পথ গাড়িতে ও বাকি পথ পদব্রজে ২৮ মার্চ পৌঁছে যান অন্নপূর্ণার বেসক্যাম্পে। অন্নপূর্ণার আবহাওয়া বেশ দ্রæত পরির্বতন ঘটে। একদিন বিশ্রাম নিয়েই পরদিন চড়তে শুরু করেন উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে। ক্যাম্প-১ (৫২০০ মিটার) এ দুই রাত এবং ক্যাম্প-২ (৫৭০০ মিটার) এ এক রাত কাটিয়ে ২ এপ্রিল বাবর নেমে আসেন বেসক্যাম্পে।
অন্নপূর্ণা-১ পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত। তবে, পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে পরিচিত। নেপালের গন্ডকিতে অবস্থিত এ পর্বত স্থানীয়দের কাছে ‘ফসলের দেবী’ হিসেবে পূজনীয়। এর চ‚ড়া মূলত চারটি। যার মধ্যে শীর্ষ হল পৃথিবীর দশম শীর্ষ পর্বত ৮ হাজার ০৯১ মিটার (২৬,৫৪৫ ফুট) উচ্চতার অন্নপূর্ণা-১। এ চ‚ড়ায় সফল সামিটের বিপরীতে মৃত্যুর হার প্রায় শতকরা ১৪ শতাংশ। গত মৌসুম পর্যন্ত এই পর্বতে শীর্ষে পৌঁছেছেন ৫১৪ জন এবং ৭৩ জন মারা গেছেন। সর্বপ্রথম ১৯৫০ সালের ৩ জুন ফ্রান্সের মরিস হেরজগ এবং লুইস লেচেনাল এই পর্বত চূড়া স্পর্শ করেন। বাংলাদেশি হিসেবে প্রথম বাবর আলী।
পর্বতারোহী বাবর পেশায় চিকিৎসক। বাবর আলী নিজেই চট্টগ্রামভিত্তিক দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমান সাধারণ সম্পাদক। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের ছাত্র ছিলেন। ২০২৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে এভারেস্ট ও লোৎসে পর্বত জয় করেন। তিনি প্লাস্টিক দূষণের বিরুদ্ধে বার্তা ছড়াতে ৬৪ দিনে হেঁটেছেন বাংলাদেশের ৬৪ জেলা। এছাড়া লেখক হিসেবে আছে বাবর আলীর বেশ পরিচিত। এ পযর্ন্ত ৪টি বইয়ের রচয়িতা।