প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

1

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান নিজেদের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলইট উৎক্ষেপণ করেছে। শুক্রবার চীনের উত্তরাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে এর যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের মহাকাশ সংস্থা। দেশটির ‘স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন’ (সুপারকো) এক বিবৃতিতে বলেছে, পিআরএসসি-ইও১ স্যাটেলাইটটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবেলা, নগর পরিকল্পনা এবং কৃষি উন্নয়নে পাকিস্তানের সক্ষমতা বাড়াবে। এ ধরনের স্যাটেলাইটের মাধ্যমে ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করে প্রতিফলিত সূর্যালোক বা নির্গত বিকিরণ শনাক্ত এবং পরিমাপ করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য ও ছবি সংগ্রহ করা হয়।
‘চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, চীনের লং-মার্চ টুডি ক্যারিয়ার রকেট শুক্রবার ইপিআরএসসি-ইও১ এর পাশাপাশি আরও দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এগুলো হচ্ছে, তিয়ানলু-১, ব্লু কার্বন ১। স্যাটেলাইট উৎক্ষেপণের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, “এই সফলতা মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের দেশের বাড়তে থাকা সক্ষমতারই প্রকাশ ঘটিয়েছে।”
বর্তমানে পাঁচশ কোটি ডলার মূল্যের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইটের বাজার বাণিজ্যিক মহাকাশ শিল্পে সবচেয়ে দ্রæত বাড়তে থাকা খাতগুলোর অন্যতম। নোভাস্পেসের অনুমান, ২০৩৩ সালের মধ্যে এর বাজারমূল্য আটশ কোটি ডলার ছাড়িয়ে যাবে।